শ্রীলঙ্কার চলছে রাজনৈতিক টানপোড়ন। এর মধ্যেই দেশটিতে সিরিজ খেলতে গিয়ে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার রাজপথে চলমান আন্দোলনে শনিবার (৯ জুলাই) অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। তবে একদিন পরেই অনুশীলনে ফিরেছে তারা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দলের বর্তমান অবস্থা পাকিস্তান। এই সিরিজের আগের হাতে বেশ কিছুদিন সময় নিয়েই লঙ্কা দ্বীপে এসেছে তারা। মূল সিরিজ খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে সেই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
শনিবার (৯ জুলাই) শ্রীলঙ্কাজুড়ে দেওয়া হয়েছিল কারফিউ। সেই কারণে শনিবার অনুশীলন করতে পারেননি পাকিস্তান ক্রিকেট দল।
তবে রোববার (১০ জুলাই) সেই কারফিউ প্রত্যাহার করা হয়েছে। অবশ্য কারফিউ জারি থাকলেও রাস্তায় রাস্তায় হাজারো লঙ্কান জনগণ নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যুক্ত হয়েছেন সনাৎ জয়াসুরিয়া-রোশান মহানামার মতো সাবেক ক্রিকেটাররা।
কারফিউ প্রত্যাহার করার পর পাকিস্তান দল কলম্বোর পি সারা ওভালে অনুশীলন করছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। আগে দলের জন্য কোনো বিধি নিষেধ না থাকলেও ক্রিকেটারদের অনুশীলনের পর হোটেলেই বন্দি থাকার পরামর্শ দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ।
পাকিস্তানের ক্রিকেটাররা হোটেল বন্দি থাকলেও সেখান থেকেই শ্রীলঙ্কার জনগণদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো দেখতে পাচ্ছেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। এছাড়াও ক্রিকেটাররা এই আন্দোলন দেখেও ভয় পাচ্ছে না বলেও জানিয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর