ইংল্যান্ড-ভারতের মধ্যকার টেস্ট চলাকালে এজবাস্টনে গ্যালারিতে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে একজনকে আটক করেছেন বার্মিংহাম পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
ভারত-ইংল্যান্ডের মধ্যকার এজবাস্টন টেস্টের শেষদিনে গ্যালারির ২২ নম্বর ব্লকে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলে ভারতীয় সমর্থকরা। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানায় তারা।
পরবর্তীতে ঘটনাগুলো টুইট করে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভারতীয় সমর্থকরা। সেই টুইটের ভিত্তিতে তদন্ত করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এবার বর্ণবাদের অভিযোগে একজনকে আটক করেছে বার্মিংহ্যাম পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে রেখেছে দেশটির পুলিশ।
এজবাস্টনের মাঠে এই রকম বর্ণবাদী অভিযোগের পর গ্যালারিতে গোপন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। তারা পুরো স্টেডিয়ামজুড়ে দর্শকদের কাজ পর্যবেক্ষণ করবেন। এছাড়াও পুলিশি নিরাপত্তাও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়ারউইকশায়ার কর্তৃপক্ষ।
সামনের কিছুদিনে বেশ ব্যস্তসূচি পার করবে এজবাস্টন। ভাইটালিটি ব্লাস্টের দুই সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে। এছাড়াও বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্ট আয়োজিত এই মাঠেই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর