ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগারদের ঈদ উদযাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ জুলাই ২০২২
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগারদের ঈদ উদযাপন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই পবিত্র ঈদুল আযহা পালন করছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের এই ছবি প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশে রোববার (১০ জুলাই) হলেও গায়ানায় শনিবার (১১ জুলাই) পালিত হচ্ছে ঈদুল আযহা। সেখানে স্থানীয় সময় সকালে ঈদের নামাজ পড়েছেন তারা। এরপরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির ছবি প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে ছবি প্রকাশ করে সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ-ইবাদত হোসেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে মিরাজ বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ্ আমাদের আত্মত্যাগ কবুল করুন।”

এছাড়াও সতীর্থদের সাথে তোলা ছবি ফেসবুকে দিয়ে পেসার ইবাদত হোসেন লিখেন, “মুসলিম উম্মাহকে ঈদ মোবারক।” আরেক পেসার শরিফুল ইসলাম লিখেন, “আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

sportsmail24

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছেন আতহার আলি খান। তিনিও ক্রিকেটারদের সাথে ঈদ উদযাপনে সামিল হয়েছেন।

ক্রিকেটারদের ঈদ উদযাপনে সামিল হয়ে তিনি লিখেন, “ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ্! বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

দুই বলের প্রস্তুতিতে মাঠে নামবেন তামিম

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান

সাকিব আছে বা নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়: পুরান