টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের খেলতে নামার আগে দীর্ঘ সময় পেয়েছেন তামিম ইকবাল। তবে এই সময়ে ওয়ানডের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি তিনি। মাত্র দুই বলের প্রস্তুতিতেই প্রথম ওয়ানডে খেলতে নামবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (৯ জুলাই) ওয়ানডে সিরিজের আগের দিন ভেন্যু গায়ানার প্রভিডেন্স পার্কে অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। তবে বৃষ্টির বাঁধায় অনুশীলন সেশন শেষ করতে পারেনি। এমনকি সর্বশেষ আট-নয়দিনেও আবহাওয়া খারাপ থাকায় অনুশীলন করতে পারেননি তামিম ইকবাল।
ঠিকমতো অনুশীলন করতে না পারায় মাত্র দুই বল অনুশীলন করেই মাঠে নামতে হচ্ছে অধিনায়ক তামিম ইকবালকে। সিরিজ শুরু আগে সংবাদমাধ্যমকে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
এই বিষয়ে তামিমের ভাষ্য, “অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার আসলে কোনো কারণই নেই। আসলে আমারও সাত-আটদিন হয়ে গেছে, এখনও ব্যাটিং করতে পারিনি। সুযোগ ছিল আজকে, দুই বল খেলে শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন বৃষ্টি টা আমরা অনুমান করতে পারি না।”
বৃষ্টির কারণে ঠিক মতো অনুশীলন করতে না পারা তামিম অবশ্য মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামার চিন্তা ভাবনা করছেন। তামিম বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অনুশীলন সেশনগুলো সব নির্ধারিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে শেষ করা যায়নি। আমাদের মানসিকভাবেই প্রস্তুতি নিতে হবে।”
পর্যাপ্ত অনুশীলন করতে না পারলেও নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলেই ম্যাচ জয়ের চিন্তা ভাবনা করছেন তামিম ইকবাল। এমনকি ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে শক্তিশালী দলও ভাবেন অধিনায়ক।
বলেন, “একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিততে পারছেন না তখন এটা সবসময় কঠিন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে এটা এমন একটা ফরম্যাট যেটা নিয়ে আমরা গর্ব করি। ওয়ানডেতে আমরা খুব ভালো দল কোনো সন্দেহ নাই। কিন্তু যতই ভালো খেলি না কেন নির্দিষ্ট দিনে সব দিক থেকেই ভালো খেলতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।”
স্পোর্টসমেইল/পিপিআর