টেস্ট ক্রিকেটে হতশ্রী অবস্থা পার করছে বাংলাদেশ। এই নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার মাঠে নামছে উন্নতির পথ খুঁজতে। এছাড়াও অন্যান্য করণীয় খুঁজতে মাঠে নেমেছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক জালাল ইউনুস।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপরেই কথা ওঠে দেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে। এবার সেই অবস্থার উন্নতির জন্য মাঠে নামছে বিসিবি।
বৃহস্পতিবার (৭ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জালাল ইউনুস। সেখানেই বিষয়টি জানান তিনি।
জালাল ইউনুস বলেন, “টেস্টে আমরা সেভাবে পারফর্ম করছি না। দক্ষিণ আফ্রিকায় ভালো করতে পারিনি, ওয়েস্ট ইন্ডিজেও পারিনি। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত। সভাপতি সাহেব ওয়ার্কিং গ্রুপ করেছেন। সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স, এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান, মিলে আমরা মিটিংয়ে বসব। হয়তো ঈদের পরপরই।”
এই কমিটি টেস্ট উন্নতিতে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করছে বলেও জানান তিনি। বলেন, “দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কী কী সুবিধা বা ব্যবস্থা নেওয়া যায়, এদিকে আরও বেশি নজর দিতে চাই, যাতে টেস্টে আগ্রহ আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে। অনেকে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি খেলতে চায়। যারা টেস্টে বেশি আগ্রহী, নিবেদিত, এদের জন্য কী করা যায় এগুলো নিয়ে বসতে চাচ্ছি। এটার জন্যই ওয়ার্কিং গ্রুপের কথা বলেছেন।”
শুধু টেস্ট উন্নতিতে ওয়ার্কিং কমিটি গঠন করেই ক্ষান্ত হচ্ছে না বিসিবি। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর দিকেও নজর নিচ্ছে তারা। তবে শুধু ছেলেদের নয়, ম্যাচ ফি বাড়বে নারী ক্রিকেটারদেরও।
বলেন, “ম্যাচ ফি হয়তো বেড়ে যাবে। আরও কী কী করতে পারি, সেই চিন্তাভাবনা চলছে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর