চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। সেই বিরতি প্রায় শেষের দিকে। মেয়াদ শেষের পথে হওয়ায় এখন তামিমের কোর্টেই বল ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সফরে আগে গণমাধ্যমে তামিমের বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। সেই সময় জানিয়েছিলেন ছয় মাস পার হলেই তবেই এই নিয়ে মুখ খুলবেন।
তামিমের সিদ্ধান্ত দেশের ক্রিকেট প্রেমীরা এখনও জানতে পারেনি। এমনকি বিসিবিও রয়েছে দোটানায়। তামিমের সেই সিদ্ধান্ত তার কাছ থেকেই সরাসরি জানতে চায় তারা।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, “তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়ত এই সিরিজের পর বা জুলাই শেষে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়ত জানিয়ে দিবে। আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সাথে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।”
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম খেলবেন কি-না তা নিয়েও রয়েছে নানা সন্দিহান। তবে জালাল ইউনুসের মতে বিশ্বকাপের চেয়ে তামিমের টি-টোয়েন্টি নিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানাটা বেশি জরুরি।
তিনি বলেন, “বিশ্বকাপে খেলবে কি না সেটা তো সে বলেনি এখনও। এভেইলেবল কি না তা তো আমাদেরকেও বলেনি। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর