শ্রীলঙ্কায় পৌছানোর পরই করোনার হানা পাকিস্তান দলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৭ জুলাই ২০২২
শ্রীলঙ্কায় পৌছানোর পরই করোনার হানা পাকিস্তান দলে

টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান দল শ্রীলঙ্কায় পৌছেছে বুধবার (৬ জুলাই)। পুরো দল রয়েছে দেশটির রাজধানী কলম্বোতে। তবে এরই মধ্যে করোনা হানা দিয়েছে বাবর আজমের দলে। 

কলম্বো পৌছানোর পর পুরো পাকিস্তান দলের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দলের টিমবয়দের একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাকে সঙ্গে সঙ্গেই পাঁচদিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।। 

পাঁচ দিন পর আবার তার করোনা টেস্ট করানো হবে। তখন রেজাল্ট নেগেটিভ আসলে দলের সাথে যোগ দিতে পারবেন  তিনি। পাঁচদিন পর সুস্থ না হলে শ্রীলঙ্কা থেকে নতুন একজন টিমবয় নিতে হবে পাকিস্তানকে। 

সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যদিও সাদা বলের সিরিজও ছিল, কিন্তু শ্রীলঙ্কা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের (শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ) জন্য স্থগিত করা হয়েছে। 

শ্রীলঙ্কা দলে নতুন করে আরও তিনজন করোনা আক্রান্ত

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের দলেও রয়েছে করোনার হানা। অজিদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ছিটকে গিয়েছেন। 

শুক্রবার (৮ জুলাই) থেকে কলম্বোতে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে পাকিস্তান। এরপর ১১ জুলাই থেকে ১৩ জুলাই একটি প্রস্ততি ম্যাচও খেলবে তারা। 

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১৬ জুলাই  প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে  ২৪ জুলাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। 

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে ড্র করলেও, শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাবর আজমের দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে আসতে পারেন ম্যাক্সওয়েল

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে আসতে পারেন ম্যাক্সওয়েল

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

স্মিথ দেখতে চান, ইংল্যান্ড কতদিন এইভাবে খেলতে পারে!

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেয়ারস্টোর বড় লাফ, দশের বাইরে কোহলি