ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বিশ্রাম করার সুযোগ পাবে না বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের সফরে সীমিত ওভার সিরিজের জন্য নিজেদের প্রস্তুত হতে মাঠে নামবেন টাইগাররা। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সিমিত ওভারের সিরিজ খেলতে চলতি জুলাইয়ের শেষ দিকে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন।
নিজাম উদ্দিন বলেন, “জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা একটি সূচি চূড়ান্ত করেছি। যেহেতু তারা স্বাগতিক বোর্ড, তাই সফরসূচি প্রকাশ করবে জিম্বাবুয়ে। আশা করছি, দুই-একদিনের মধ্যেই প্রকাশ করা হবে।’
ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে ১৮ জুলাই দেশের উদ্দেশে রওয়ানা দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেই জিম্বাবুয়ের সফরকে সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, “জুলাইয়ের শেষে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে আমরা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবো।”
এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে মনে করা হলেও সেটি প্রত্যাখ্যান করেন বিসিবি প্রধান নির্বাহী। নিজ দেশে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শেষে এশিয়া কাপ আয়োজনে প্রস্তুতি নিবে শ্রীলঙ্কা।
নিজাম উদ্দিন বলেন, “এখন পর্যন্ত আমরা যা জানি, শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করবে। বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে অস্ট্রেলিয়া দল এবং দেখে মনে হচ্ছে আয়োজক হওয়ার জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি তারা (শ্রীলঙ্কা)। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।”
২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর কোনো বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন করেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপে অর্ন্তভুক্ত আছে পাঁচটি পূর্ণ সদস্য- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটে পড়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা।
স্পোর্টসমেইল২৪/আরএস