ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশানা। তিনি ছাড়াও দলটি যোগ দিবেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন মুনরো ও টিম সেইফার্ট। তাদের দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ত্রিনিবাগো নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
চলতি বছরের ৩১ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের ১০ম আসর। এই আসরকে সামনে রেখেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে সিপিএল ত্রিনিবাগো। এই তিন ক্রিকেটার ছাড়াও দলে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান।
এই তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বেশ উচ্ছ্বসিত ত্রিনিবাগো নাইট রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসুর। তিনি বলেন, “আমরা এই বছরের বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে বেশ খুশি। আমার চিন্তা দলকে সঠিকভাবে গড়ে তোলা। যাতে আমরা শিরোপা জিততে পারি।”
ত্রিনিবাগো থিকশানা প্রথমবারের মতো যোগ দিলেও মুনরো ও সেইফার্ট আগে থেকেই দলটির সাথে যুক্ত ছিলেন। ২০১৬ থেকে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। ২০২০ সিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
এদিকে আইপিএলে দারুণ পারফর্মেন্সে নজর কাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠছেন মহেশ থিকশানা। মূলত সর্বশেষ ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়ে নজরে আসেন তিনি। ওই টুর্নামেন্টে ১৬ উইকেট শিকার করেছেন তিনি।
এই তিন ক্রিকেটার ছাড়াও দলটির হয়ে খেলবেন আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন ও নিকোলাস পুরানের মতো ক্রিকেটার। চলতি বছরের ৩১ আগস্ট মাঠে গড়াবে টুর্নামেন্টে ১০ম আসর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর