সিপিএলের দশম আসরের দিনক্ষণ চূড়ান্ত 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ জুলাই ২০২২
সিপিএলের দশম আসরের দিনক্ষণ চূড়ান্ত 

চলতি বছরের ৩১ আগস্ট মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১০ম আসর। এই টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ছেলেদের পাশাপাশি একই সময়ে মাঠে গড়াবে মেয়েদের সিপিএল আসরও।

সিপিএলের ১০ম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও জ্যামাইকা তালওয়াস। উদ্বোধনী ম্যাচসহ টুর্নামেন্টের প্রথম অংশ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।

সেন্ট কিটসের পর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে যথাক্রমে সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও গায়ানায়। এই তিন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লে অফ। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

সিপিএলের ছেলেদের আসরে ছয়টি দল খেললেও মেয়েদের আসরের দল সংখ্যা তিনটি। সেগুলো হলো- ত্রিনিবাগো নাইট রাইডার্স, বার্বাডোস রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ডাবল রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে দলগুলো দুইবার পরস্পরের মুখোমুখি হবে।

নারী সিপিএলের আগে ক্রিকেটাররা সুযোগ পাবে নতুন ফরম্যাটে দ্য সিক্সটি টুর্নামেন্ট খেলার। চলতি বছরে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারীদের সিপিএল ফাইনাল।

এই বিষয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী পেটে রাসেল বলেন, “নারীদের সিপিএলের সূচি ঘোষণা করতে পেরে খুবই উচ্ছ্বসিত। আশা করি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পারবো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলের দল বার্বাডোসের নতুন হেড কোচ ট্রেভর পেনি

সিপিএলের দল বার্বাডোসের নতুন হেড কোচ ট্রেভর পেনি

মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

সিপিএলে জ্যামাইকার হেড কোচ চন্দরপাল

সিপিএলে জ্যামাইকার হেড কোচ চন্দরপাল

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের

সিপিএলে দেখা মিলবে নতুন ক্রিকেট বলের