টি-টোয়েন্টি নিয়ে তামিমের ‘রহস্যময়’ ফেসবুক স্ট্যাটাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৪ জুলাই ২০২২
টি-টোয়েন্টি নিয়ে তামিমের ‘রহস্যময়’ ফেসবুক স্ট্যাটাস

জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্ট থেকে বিরতি নেওয়া দলের সাথে ডোমিনিকায় যাননি তামিম, সেখানে না গেলেও হঠাৎই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এই ক্রিকেটার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে নানা কথা-বার্তা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতিতে যান তামিম ইকবাল। 

এরপর থেকেই তামিম টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন কি-না তা নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই নতুন করে আলোচনা তৈরি করেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে।

ডোমিনিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হারে বাংলাদেশ। এরপরেই নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।

সেখানে তিনি লেখেন ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি’। এর পাশে হাত নাড়ানোর তিনটি ইমোজি দেন। এই ইমোজি দিয়ে তামিম ঠিক কি বোঝাতে চেয়েছেন তা নিয়েই তৈরি হয়েছে আলোচনা। কারণ ওই ইমোজি দিয়ে বিদায় কিংবা স্বাগত দুটোয় বোঝানো সম্ভব।

তবে আরও বেশি রহস্য তৈরি করেছে ১৫ মিনিটের মধ্যে নিজের সেই স্ট্যাটাস সরিয়ে নেওয়া। তবে সেই স্ট্যাটাস সরিয়ে নিলেও স্ক্রীনশটের মাধ্যমে পুরো জিনিসটাই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির কথা জানান তামিম ইকবাল। যদিও এই ঘোষণার পর তিনি টি-টোয়েন্টিতে ফিরবেন কি-না তা নিয়েও হয়েছে অনেক আলোচনা। তবে তা নিয়ে কোনো ধরনের কথা বার্তাই বলেননি তিনি।

মাসখানিক আগে এক বিবৃতিতে অবশ্য তামিম জানিয়েছিলেন, ছয় মাস পার হলে তবেই নিজের সিদ্ধান্তের কথা সবাইকে জানাবেন তিনি। তাই তামিমের এই স্ট্যাটাসের অর্থ জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের ওভারই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে: পাওয়েল

সাকিবের ওভারই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে: পাওয়েল

পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়েছিলাম: মাহমুদউল্লাহ

পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়েছিলাম: মাহমুদউল্লাহ

বোলিং-ব্যাটিংয়ের দৈন্যদশায় বাংলাদেশের বড় হার

বোলিং-ব্যাটিংয়ের দৈন্যদশায় বাংলাদেশের বড় হার

বিজয়কে নিয়ে রোমাঞ্চিত ডোমিঙ্গো

বিজয়কে নিয়ে রোমাঞ্চিত ডোমিঙ্গো