টেস্ট সিরিজ শেষে সেন্ট লুসিয়া থেকে বাংলাদেশের গন্তব্য ছিল ডোমিনিকা। সেই পথটা আকাশ পথে নয় পাড়ি দিয়েছিল সমুদ্র পথে। পরের গন্তব্য গায়ানায় অবশ্য সমুদ্র পথ নয় পাড়ি দিচ্ছে আকাশ পথেই।
রোববার (৩ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পরই বাংলাদেশের দলের ডোমিনিকা সফর শেষ হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টির হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে বাংলাদেশের দল তৃতীয় ম্যাচ খেলবে গায়ানায়।
সোমবার (৪ জুলাই) গায়ানার উদ্দেশে ডোমিনিকা ছেড়েছে বাংলাদেশ। এই পথ অবশ্য সমুদ্র পথ নয়, যাচ্ছে আকাশ পথে। এই যাত্রার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রকাশিত ওই ভিডিও ও ছবিতে বাংলাদেশ দলের ক্রিকেটার বিমানে উঠার দৃশ্য দেখা গেছে। সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ দলের গায়ানা যাত্রাটা বিমানেই হচ্ছে।
টেস্ট সিরিজ হারের পর রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলছে বাংলাদেশ। ডোমিনিকায় টি-টোয়েন্টি সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আটলান্টিকে উঠা ঝড়ের কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত করা হয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ৩৫ রানে হেরেছে বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (৭ জুলাই) সিরিজ বাঁচানোর লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর