পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন ওয়াকার ইউনিস। ক্রিকেট ক্যারিয়ার শেষে পাকিস্তান দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছিল। ইদানিংকালে সেই সময়ে তার করা কাজের তীব্র সমালোচনা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের হয়ে দুই টি-টোয়েন্টি খেলা রমিজ রাজা জুনিয়র।
২০১১ সালে পাকিস্তান দলে ডাক পান রমিজ রাজা জুনিয়র। সেই সময় পাকিস্তানের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওয়ানডে খেলা রমিজ রাজার সাথে আঞ্চলিকতার কারণে ওয়াকার খারাপ আচরণ করেছিলেন বলে জানান তিনি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ওয়াকার রমিজ রাজাকে জাতীয় দলে খেলতে হলে পাঞ্জাবি ভাষায় শিখতে বলেছিলেন। এছাড়াও পছন্দের ক্রিকেটারের সাথে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে রমিজ রাজা জুনিয়র বলেন, “আমি সোহেল ভাইয়ের (সোহেল খান) সাথে অনুশীলনে যেতে চেয়েছিলাম। ওয়াকার আমাকে বলেছিল, এটা করাচি দল না।”
উল্লেখ্য পাকিস্তানের ঘরোয়া লিগের করাচিতে খেলেন রমিজ রাজা জুনিয়র। সেইখানকার সতীর্থ সোহেল খানের সাথে অনুশীলনের সুযোগ চেয়েছিলেন রমিজ। তবে সেই সুযোগ দেননি ওয়াকার।
এছাড়াও টিম মিটিংয়ে দলের সবার বোঝার সুবিধার্থে উর্দু ভাষা ব্যবহার না করে নিজ অঞ্চলের পাঞ্জাবি ভাষা ব্যবহার করতেন বলেও অভিযোগ রমিজের। সেই কারণে ওয়াকারের কথা বুঝতে পারতেন বলে জানান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওই সফরে ওয়াকারের বাজে ব্যবহারে অতিষ্ট হয়ে দ্রুতই জাতীয় দলে ফেরার চিন্তা করেছিলেন রমিজ রাজা। তিনি বলেন, “আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চেয়েছিলাম। আমি তার ব্যবহার সহ্য করতে পারছিলাম না।”
উল্লেখ্য কিছুদিন আগে ওয়াকারের বিরুদ্ধে অভিযোগের ডালি খুলে বসেছিলেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার উমর আকমল ও আহমেদ শেহজাদ। এই দুই ক্রিকেটারের অভিযোগও ছিল ওয়াকারের স্বেচ্ছাচারিতার নিয়ে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর