করোনামুক্ত হলেন ভারতীয় অধিনায়ক রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৩ জুলাই ২০২২
করোনামুক্ত হলেন ভারতীয় অধিনায়ক রোহিত

কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহর অধীনে শেষ টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল। ম্যাচ শেষ হওয়ার আগেই করোনামুক্ত হয়েছেন রোহিত শর্মা।

করোনা আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন রোহিত শর্মা। রঙিন পোশাকে ভারতকে নেতৃত্ব দিবেন তিনি।

রোহিত শর্মার করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা। তিনি বলেন, “হ্যাঁ, রোহিত করোনা মুক্ত হয়েছে। মেডিক্যাল প্রোটোকল অনুযায়ী সে এখন কোয়ারেন্টাইনের বাইরে আছে। করোনামুক্ত হলেও ভারতের হয়ে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে খেলবেন না তিনি। ওর ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। আশা করা যাচ্ছে, প্রথম টি-টোয়েন্টির আগেই ফিটনেস ফিরে পাবে।”

ইংল্যান্ডের বিপক্ষে এজবাজস্টন টেস্টের আগে করোনায় আক্রান্ত হন রোহিত শর্মা। করোনা আক্রান্ত অধিনায়ককে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছিল ভারতীয় দল। সে নির্ধারিত সময়ে সুস্থ না হওয়ায় জাসপ্রিত বুমরাহর অধীনে খেলতে নেমেছে ভারতীয় দল।

টেস্ট সিরিজ খেলতে না পারলেও রঙিন পোশাকে পুরো সিরিজেই খেলবেন তিনি। যদিও প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলি, বুমরাহ, ঋষভ পান্থ ও রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের পাবেন না তিনি। অবশ্য সিরিজের বাকি অংশে থাকবেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিবে ভারতীয় দল। ওই সিরিজের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড ভেঙে লারার অভিনন্দন পেলেন বুমরাহ

রেকর্ড ভেঙে লারার অভিনন্দন পেলেন বুমরাহ

১৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরাহ, লজ্জ্বার রেকর্ড ব্রডের

১৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরাহ, লজ্জ্বার রেকর্ড ব্রডের

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পূর্ণশক্তির দল

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পূর্ণশক্তির দল

ভারত-ইংল্যান্ড টেস্টে হেলমেটে থাকছে ক্যামেরা

ভারত-ইংল্যান্ড টেস্টে হেলমেটে থাকছে ক্যামেরা