রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চার দিনের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ হাইপারফর্মেন্স ইউনিট (এইচপি) ও বাংলা টাইগার্স। এই ম্যাচের দুই ইনিংসেই দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ জিতেছে বাংলা টাইগার্স। এইচপিকে ৯ উইকেটে হারিয়েছে টাইগার্স।
প্রথম ইনিংসে সৌম্য সরকার ও ফজলে মাহমুদের ব্যাটে ভর করে ৩১৮ রান তোলে বাংলা টাইগার্স। রাজশাহীর পেস বান্ধব উইকেটে পুরোটা সময় রাজত্ব কায়েম করেছিলেন পেসাররা। এর মাঝেও সৌম্য ও ফজলে মাহমুদের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৮১ ও ৮৯ রান। এর আগে প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে হাইপারফর্মেন্স ইউনিটের সংগ্রহ ছিল ২২৭ রান।
রোববার (৩ জুলাই) রাজশাহীতে বাংলা টাইগার্সকে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য দেয় এইচপি। নবম উইকেট জুটিতে রিশাদ হোসেন ও এনামুল হকের দৃঢ়তায় এই সংগ্রহ দাঁড় করাতে পারে এইচপি।
৪ উইকেটে ১২৩ রান দিয়ে দিনের শুরু করেছিল এইচপি। ক্রিজে ছিলেন ৩০ রান করা দিপু ও ৮ রানে অপরাজিত আইচ মোল্লা। দিনের শুরুতেই দিপু ৪০ ও ১৫ রান করে ফেরেন আইচ মোল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এইচপি শেষ পর্যন্ত ২১৭ রানে থামে।
এই সংগ্রহের পিছনে অবশ্য ৯-য়ে নামা রিশাদের ৩১ ও ১০-এ নামা এনামুল হকের অবদান ছিল ২৩ রান। তাদের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ২১৭ রানে থেমেছে এইচপির ইনিংস। এতেই টাইগার্সের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান।
টাইগার্সের হয়ে ৩৫ রানে ৪ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম। এছাড়াও ৩৫ রানে তিন উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি।
ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই এইচপির বিপক্ষে আগ্রাসী খেলা শুরু করে বাংলাদেশ টাইগার্স। ১১ বলে ৯ রান করে শুরুতেই ফেরেন টাইগার্স ওপেনার সৌম্য সরকার। পরে অবশ্য আর কোনো বিপদ হতে দেননি ইমরুল কায়েস ও নাঈম শেখ। এই দুই ব্যাটারের অপরাজিত ৬৮ ও ৪৭ রানে সহজ জয় পায় টাইগার্স।
২২.৩ ওভারে দলকে ম্যাচ জেতানোর পথে ৫৫ বলে ৬ চার ১ ছক্কায় ৪৭ রানে নাইম শেখ ও ৬৯ বলে ৯ চার ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন ইমরুল কায়েস। দুজনে অবিচ্ছেদ্য জুটিতে করেছিলেন ১১১ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর