এজবাজস্টন টেস্টের প্রথম দিনের শুরুতেই ব্যাট হাতে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। সেই ধস থেকে দলকে টেনে তুলেছিলেন ঋষভ পান্থ। দ্বিতীয় দিনের ঋষভ পান্থের গড়া ওই ভিত্তির উপর দাঁড়িয়ে স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে ৩৫ রান তুলেছিলেন জাসপ্রতি বুমরাহ। এই রেকর্ড গড়ার পথে পিছনে ফেলেছেন ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার এক ওভারে ২৮ রানের রেকর্ড। নিজের উত্তরসূরিকে তাই অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।
এজবাজস্টন টেস্টে দীর্ঘ ৩৫ বছর পর পেসার হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান জাসপ্রিত বুমরাহ। অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিছু করে দেখানোর তাড়নাও হয়তো কাজ করছিল বুমরাহর মনে।
এই কারণে ভারতের ইনিংসের ৮৪তম ওভারে স্টুয়ার্ট ব্রডের করা ওভার থেকে ৩৫ রান তুলে নিয়েছিলেন বুমরাহ। এর মধ্যে ২৯ এসেছিল বুমরাহর ব্যাট থেকে আর বাকি ছয় রান এসেছিল অতিরিক্ত খাত থেকে।
তবুও ভেঙেছে ব্রায়ান লারার করা ২৮ রানের রেকর্ড। অবশ্য এই রেকর্ড শুধু ব্রায়ান লারার নয়, তার সাথে যৌথভাবে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।
বুমরাহর এই রেকর্ড ভাঙার পর লারা বলেন, “টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড ভাঙার জন্য তরুণ যশপ্রীত বুমরাকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। দারুন করেছ।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর