ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের ফোয়ারা ফুটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। লম্বা সময় জাতীয় দলে ফেরা বিজয়কে নিয়ে রোমাঞ্চিত কোচ রাসেল ডোমিঙ্গো। দলে টিকে থাকতে কোচের মন জয় করলেই হবে না, ব্যাট হাতে রান করার কাজটা সঠিকভাবে করতে হবে বলেও জানিয়েছেন দিয়েছেন এই প্রোটিয়া।
ডিপিএলে রান বন্যা তৈরি করা এনামুল হক বিজয়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল রঙিন পোশাকে। ইয়াসির আলি রাব্বির ইনজুরিতে সাদা পোশাক দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। শুরুটা ভালো করলেও বড় করতে পারেননি নিজের ইনিংস। টি-টোয়েন্টিতেও একই হাল, শুরুটা ভালো হলেও বাজে ফুটওয়ার্কে কাটা পড়েছিলেন তিনি।
মুনিম শাহরিয়ারকে নিয়ে ইনিংস শুরুর দায়িত্ব পাওয়া বিজয় ডোমিনিকাতেও ভালো শুরু করেছিলেন। শুরু থেকেই তার ব্যাটে ছিল রান করার তীব্র ক্ষুধা। কিন্তু ওবেদ ম্যাকয়ের বলে আউট হয়ে মাত্র ১৬ রানেই থামে তার ইনিংস।
বিজয়ের এই ছোট্ট ইনিংসই ডোমিঙ্গোর মন কেড়েছে। ম্যাচ শেষে তাই বিজয়কে রোমাঞ্চিত তা অকপটে স্বীকার করে নিয়েছেন হেড কোচ।
বলেন, “সে (বিজয়) টেস্ট ও টি-টোয়েন্টি দলে এসেছে। যা দেখেছি, সত্যিই ভালো লেগেছে। টেকনিক ভালো, রান করার সুযোগ খোঁজে। তার উপস্থিতি ভালো (মাঠে), ভালো ফিল্ডারও, এটা গুরুত্বপূর্ণ। এরকম অভিজ্ঞ ও দারুণ ফর্মে থাকা একজনকে ফিরে পাওয়া দারুণ।”
তবে দলে টিকে থাকার জন্য রান করাটা যে গুরুত্বপূর্ণ তা আবারও মনে করিয়ে দিয়েছেন এনামুল হক বিজয়। এই বিষয়ে তার ভাষ্য, “তবে তাকে রান করতে হবে। গোটা দুই ম্যাচে শুরু ভালো করেছে… তবে সব মিলিয়ে গত সপ্তাহ দুয়েকে তাকে যেমন দেখলাম, আমি রোমাঞ্চিত।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর