কাউন্টি দল ওয়ারউইকশায়ারে ক্রুনাল পান্ডিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ জুলাই ২০২২
কাউন্টি দল ওয়ারউইকশায়ারে ক্রুনাল পান্ডিয়া

চলতি মৌসুমে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে নাম লিখিয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলবেন তিনি।

চলতি মৌসুমে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন চেতেশ্বর পূজারা। ৫০ ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপেও তাকে সাসেক্সের হয়ে দেখা যাবে।

এই দুই ক্রিকেটারের পাশাপাশি ল্যাঙ্কাশায়ারে নাম লিখিয়েছেন ওয়াশিংটন সুন্দর। চলতি বছরের ২ আগস্ট শুরু হতে যাওয়া রয়্যাল লন্ডন কাপে তাকে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে দেখা যাবে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের কারণে কাউন্টি দলগুলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের রয়্যাল লন্ডন কাপে পাবে না। সেই ঘাটতি পুষিয়ে নিতে বিদেশি তারকা ক্রিকেটারদের ঝুঁকছে দলগুলো।

ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পান নি ক্রুনাল পান্ডিয়া। এই কারণে রয়্যাল লন্ডন কাপের পুরো মৌসুমেই তাকে পাবে ওয়ারউইকশায়ার।

কাউন্টিতে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ক্রুনাল পান্ডিয়া। তিনি বলেন, “এই সুযোগ পেয়ে আমার বেশ ভালো লাগছে। ওয়ারউইকশায়ারের মতো ঐতিহাসিক ক্লাবে খেলতে পারা দারুণ ব্যাপার। এজবাজস্টনে খেলতে পারাটা আমার জন্য স্বপ্নের মতো। এইখানে খেলতে মুখিয়ে আছি আমি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই পান্থ-কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই পান্থ-কোহলি

স্টোকস নয়, উত্তরসূরি হিসেবে মরগানের পছন্দ বাটলার-মঈন

স্টোকস নয়, উত্তরসূরি হিসেবে মরগানের পছন্দ বাটলার-মঈন

আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ

আড়াই মাসের আইপিএলে আইসিসির আপত্তি নেই: জয় শাহ

প্রক্রিয়া ঠিক থাকলে সফলতা আসবেই: দীপক হুদা

প্রক্রিয়া ঠিক থাকলে সফলতা আসবেই: দীপক হুদা