চলতি বছরের মার্চে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট পরিচালক হিসেবে নিজের মেয়াদ পূর্ণ করেছিলেন গ্রায়েম স্মিথ। তার সাথে চুক্তি নবায়ন না করায় সিএসএ নতুন ক্রিকেট পরিচালকের খোঁজে ছিল। এবার নতুন ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এনোচ এনকুই।
সিএসএর দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল হাইভেল্ট লায়ন্সের স্ট্রাটেজিক ক্রিকেট পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। হাইভেল্ট লায়ন্সের দায়িত্ব নেওয়ার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচের ভূমিকাতে দেখা গিয়েছিল তাকে।
এনোচ এনকুইয়ের ক্রিকেট ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও কোচিংয়ে বেশ পারদর্শী। ঘরোয়া লিগের দল লায়ন্সকে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ ও ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট সানফোয়েল সিরিজ জিতিয়েছিলেন।
লায়ন্সকে সাফল্য এনে দিয়ে সিএসএর অন্তবর্তীকালীন ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও আছে। পরে অবশ্য সেখান থেকে মার্ক বাউচারের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু দলে সঠিক পরিবেশ নেই এমন অভিযোগ জানিয়ে সেই পদ থেকে সরেও দাঁড়ান তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক হওয়ার দৌড়ে এনোচ এনকুই ছাড়াও রবিন পিটারসেনের নামও শোনা যাচ্ছিলো। তবে ওয়ারির্সের এই কোচকে শেষ পর্যন্ত দায়িত্ব দেয় সিএসএ।
কখনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা এনকুইয়ের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও খুব বেশি সমৃদ্ধ না। ঘরোয়া ক্রিকেটে মাত্র ৪২ প্রথম শ্রেণি, ৩৮ লিস্ট ‘এ’ ও ৯ টি-টোয়েন্টি খেলেছিলেন। এই সময়ে ব্যাট হাতে মাত্র ২২৭৫ রান করেছিলেন। আর বল হাতে তার শিকার ছিল ৫৮ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর