রঙিন ও সাদা পোশাকে নিজেদের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই পোশাকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি। এই তিন জনের বাইরে দুই পোশাকে কেন্দ্রীয় চুক্তিতে আছেন পেসার হাসান আলি ও ওপেনার ইমাম উল হক।
২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পিসিবি। ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশের পাশাপাশি ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে পিসিবি। জানিয়েছে সব ফরম্যাটে ম্যাচ ফি বাড়বে ১০ শতাংশ। একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী ম্যাচ ফি’র ৫০ থেকে ৭০ শতাংশ করেও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অধিনায়কত্বের জন্য আলাদা ভাতা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।
মোট পাঁচজন ক্রিকেটারকে দুই পোশাকে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ করেছে পিসিবি। রঙিন পোশাকের জন্য ১১ ও সাদা পোশাকের জন্য ১০ ক্রিকেটারকে বেছে নিয়েছে পিসিবি। এছাড়াও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আছেন সাত ক্রিকেটার
পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার
লাল বল ও সাদা বল
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদ, হাসান আলি, ইমাম উল হক
লাল বল
ক্যাটাগরি ‘এ’- আজহার আলি, বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান
ক্যাটাগরি ‘বি’- ফাওয়াদ আলম
ক্যাটাগতি ‘সি’- আবদুল্লাহ শফিক, নাসিম শাহ ও নওমান আলি
ক্যাটাগরি ‘ডি’- আবিদ আলি, শরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ
সাদা বল
ক্যাটাগরি ‘এ’- ফখর জামান ও শাদাব খান
ক্যাটাগরি ‘বি’- হারিস রউফ
ক্যাটাগরি ‘সি’- মোহাম্মদ নাওয়াজ
ক্যাটাগরি ‘ডি’- আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মেহমুদ।
ইমার্জিং চুক্তি
আলী উসমান, হাসিবুল্লাহ, কামরান ঘুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাসিম আকরাম ও সালমান আলী আঘা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর