নির্ধারিত সময়ে শুরু হয়নি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যকার গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মৌসুমি ঝড়ের কবলে পড়েছে ম্যাচটি। শুধু ম্যাচ নয়, গলের গ্যালারিও পড়েছে মৌসুমি ঝড়ের কবলে। ঝড়ের তোড়ে উড়ে গেছে গলে অস্থায়ীভাবে তৈরি করা স্টেডিয়ামটি।
ভারত মহাসাগরের তীর ঘেষা মাঠ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত মহাসাগরে উঠা ঝড়ের কারণে গল স্টেডিয়ামে তৈরি করা অস্থায়ী গ্যালারি উল্টে পড়ে যায়।
ভারত মহাসাগরের তীর ঘেষা শহর গলে যখন-তখন বৃষ্টি কিংবা ঝড়ের আঘাত নতুন কিছু নয়। বৃহস্পতিবারও (৩০ জুন) সেখানে হানা দেয় মৌসুমি ঝড়। আর সেই ঝড়ের তোড়ে টিকতে পারেনি গলের অস্থায়ীভাবে তৈরি করা গ্যালারি।
বুধবার (২৯ জুন) প্রথম দিনের খেলা শেষে মাঠের উইকেট ঢাকা ছিল। বৃষ্টি শুরু হলে মাঠ কর্মীরা তড়িঘড়ি করে মাঠ ঢাকার চেষ্টা করেন। তবে ঝড়ের তোড়ে একটু পরপরই উড়ে যাচ্ছিলো সেই কাভার। একটু পর পর এসে সেই কাভার ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলেন মাঠ কর্মীরা।
এর আগে বুধবার প্রথম দিনে নাথান লায়নের ২০তম ফাইফারে ২১২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে তিন উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। খারাপ আবহাওয়ার কারণে তৃতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজের নামকরণ করা হয়েছে দুই দেশের কিংবদন্তি দুই স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের নামে। সিরিজটির নাম রাখা হয়েছে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর