চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই সিডনি থান্ডার্সের সাথে সম্পর্ক ছেদ করেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিডনি থেকে সরে যাওয়া এই ক্রিকেটার এবার বেছে নিয়েছেন নিজ রাজ্যের বিগব্যাশ দল ব্রিসবেন হিটকে। দলটিতে চার বছরের জন্য খেলবেন তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ড ও মার্শ কাপে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন উসমান খাজা। এবার রাজ্যটির বিগব্যাশ দলেও নাম লেখালেন তিনি। দলটিতে চার বছর খেলবেন এই অজি টেস্ট ওপেনার।
বিগব্যাশের প্রথম আসর ২০১১-১২ মৌসুমে সিডনি থান্ডার্সে যোগ দিয়েছিলেন উসমান খানা। দলটি হয়ে জিতেছিলেন বিগব্যাশের শিরোপাও। সর্বশেষ মৌসুমে দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
বিগব্যাশে ব্রিসবেন হিটে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত উসমান খাজা। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরেই এখানে থাকছি। কুইন্সল্যান্ড আমার বাড়ি আর আমি এখানেই এসেছি। এছাড়াও ঘরোয়া লিগে কুইন্সল্যান্ডকে আমি নেতৃত্ব দিচ্ছি। এটা আমার জন্য গর্বে।”
২০২২-২৩ মৌসুমে ব্রিসবেন হিটে নাম লেখানোর পাশাপাশি দলটি অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। অধিনায়ক হিসেবে দলটির সাবেক ক্রিকেটার ক্রিস লিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৯.৫৩ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ২৯৭৮ রান করেছেন খাজা। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে তিন সেঞ্চুরি ও ১৪ হাফ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর