ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে তিন নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৯ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে তিন নতুন মুখ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীনই ২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেইডেন সিলস, ওবেদ ম্যাকয় ও ওডেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় চুক্তিতে নেই রঙিন পোশাকে দলটির সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড।

উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে ১ এপ্রিল, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত ক্রিকেটারদের পারফর্মেন্স বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের জন্য নতুন চুক্তিতে আগ্রহী হয়েছে তারা। নতুন চুক্তির মেয়াদ ১ জুলাই, ২০২২ থেকে ৩০ জুন,২০২৩ পর্যন্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় চুক্তিতে সাদা বল কিংবা লাল বলের জন্য ক্রিকেটারদের নাম আলাদাভাবে প্রকাশ করেনি উইন্ডিজ। তিন সংস্করণের ক্রিকেটারদেরকেই এই তালিকায় অন্তর্ভূক্ত করেছে তারা। এমনকি কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হয়েছে সেই বিষয়েও নির্ধারিত কিছু বলেনি।

উইন্ডিজ বোর্ডের ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ১৮জন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে তারা। নারী ক্রিকেটারদের জন্যও কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে উইন্ডিজ বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ১২ নারী ক্রিকেটার। এছাড়াও ডেভেলপমেন্ট চুক্তিতে রাখা হয়েছে ৬ নারী ক্রিকেটারকে।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটার-
জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্রাথওয়েট, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ নারী ক্রিকেটার-
আলিয়াহ অ্যালেন, শিমেইন ক্যাম্ববেলে, শামিলিয়া কনেল, ডিন্ড্রো ডোট্টিন, অ্যাফি ফ্লেচার, চিনেইল হেনরি, হেইলেই ম্যাথিউস, আনিসা মোহাম্মদ, চিডিন ন্যাশন, কারিশমা হেনরি, হেইলেই ম্যাথিউস, শাকেরা সেলম্যান, স্ট্যাফিনি টেইলর।

ডেভেলপমেন্ট ক্যাটাগরি-
কায়সিয়া শ্লুজ, রাশাদা উইলিয়ামস, জ্যানিলিয়া গ্ল্যাসগো, শাবিকা গাজনবি, চেরি অ্যান ফ্রেজার, ম্যান্ডি ম্যানগ্রু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দিলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দিলো ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

উইন্ডিজদের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সারওয়ান

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল