বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দিলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ২৯ জুন ২০২২
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দিলো ওয়েস্ট ইন্ডিজ

লাল বলের সিরিজ শেষে এবার সাদা বলের পালা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের জন্য ১৩ সদস্যের  দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

টি-টোয়েন্টিতে নতুন সহ-অধিনায়ক পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। এছাড়া দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার ডেভন টমাস ও অলরাউন্ডার কিমো পল।

চোট কাটিয়ে সুস্থ হয়ে স্বাগতিকদের দলে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাকয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হওয়া স্পিনার গুড়কেশ মোতি প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে।

২০১৭ সালে ঘুর্ণিঝড়ে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের উইন্ডসর পার্ক স্টেডিয়াম। বাংলাদেশে-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে উন্ডসর পার্কে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব, মত সাকিবের

চলতি বছরের ২ জুলাই (শনিবার) ডমিনিকায় প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।  একই মাঠে ৩ জুলাই (রবিবার) দ্বিতীয় ম্যাচ হওয়ার পর গায়ানায় ৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ১০, ১৩ ও ১৬ জুলাই ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচও হবে গায়ানাতে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য সেন্ট লুসিয়া থেকে বুধবার (২৯ জুন) ডমিনিকায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নৌ পথে যাত্রা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাকিবদের ডমিনিক যাত্রা একদিন পিছিয়ে গেছে। বৃহস্পতিবার নৌপথে মার্টিনিক হয়ে ডমিনিকা যাবে বাংলাদেশ দল, জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

টি-টোয়েন্টি দল

নিকোলাস পুরান (অধিনায়ক)
রোভম্যান পাওয়েল (সহঅধিনায়ক)
শামার ব্রুকস
আকিল হোসেন
আলজারি জোসেফ
ব্রেন্ডন কিং
কাইল মায়ার্স
ওবেড ম্যাকয়
কিমো পল
রোমারিও শেফার্ড
ওডিন স্মিথ
ডেভন টমাস
হেইডেন ওয়ালশ জুনিয়র
রিজার্ভ: ডমিনিক ড্রেকস

 ওয়ানডে দল

নিকোলাস পুরান (অধিনায়ক)
শাই হোপ (সহঅধিনায়ক)
শামার ব্রুকস
কিসি কার্টি
আকিল হোসেন
আলজারি জোসেফ
ব্রেন্ডন কিং
কাইল মায়ার্স
গুড়কেশ মোতি
কিমো পল
অ্যান্ডারসন ফিলিপ
রোভম্যান পাওয়েল
জেইডেন সিলস
রিজার্ভ: রোমারিও শেফার্ড

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব জানে কীভাবে পরিবর্তন আনতে হবে: মাশরাফি

সাকিব জানে কীভাবে পরিবর্তন আনতে হবে: মাশরাফি

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

টেস্ট সংস্কৃতি আগেও ছিল না, এখনো নেই: সাকিব

টেস্ট সংস্কৃতি আগেও ছিল না, এখনো নেই: সাকিব