মরগানের উত্তরসূরি হিসেবে বাটলারকে চান ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৮ জুন ২০২২
মরগানের উত্তরসূরি হিসেবে বাটলারকে চান ভন

দিন দুয়েক ধরে গুঞ্জন ইংল্যান্ডের রঙিন পোশাকে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা ইয়ান মরগান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসরের সিদ্ধান্ত না জানালেও ইংলিশদের সাবেক কাপ্তান মাইকেল ভন চান নতুন দলনেতা হোক জস বাটলার।

২০১৫ সাল থেকে ইংল্যান্ড দলে ইয়ান মরগানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জস বাটলার। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যেই ইংল্যান্ড দলকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে দলকে জিতিয়েছিলেন ছয় ম্যাচ। তাই তো বাটলারের অধিনায়কত্বে গুণমুগ্ধ হয়ে আছেন ভন। এই কারণেই চান বাটলারের হাতেই উঠুক দলটির অধিনায়কত্বের বাটন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতানো মরগান ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছেন না। রঙিন পোশাকের দুই ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ২৮ ম্যাচে মাত্র দুই ফিফটি করা মরগান ভুগছেন ফিটনেস সমস্যাতেও। সব মিলিয়ে তার সময় যে ফুরিয়ে এসেছে তা একরকম নিশ্চিতই বলা যায়।

এমন সময়ই অধিনায়ক হিসেবে বাটলারকেই বেছে নেওয়ার আহবান জানিয়েছেন ভন। তিনি বলেন, “বর্তমানে সাদা বলে সেরা ক্রিকেটার বাটলার। দারুণ ক্রিকেট মস্তিস্কের মাধ্যমে নিজের স্বকীয়তা ধরে রেখেছে। আমার মতে তার হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত।”

এদিকে কিছুদিন আগেই শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা বলেছেন, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে টেস্ট দলের ওপেনার হিসেবে দারুণ করবেন বাটলার। সেই কথা বিনা বাক্য ব্যয়েই মেনে নিয়েছেন মাইকেল ভন।

বলেন, “ইংল্যান্ড টেস্টে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। বাটলারের মতো আগ্রাসী ওপেনার থাকলে তাদের জন্য খুবই ভালো হবে। টেস্ট ওপেনার হিসেবে দলকে অতিরিক্ত সুবিধা দিবে সে।”

সাম্প্রতিক সময়ে বাটলারকে শুধু মাত্রই রঙিন পোশাকে বিবেচনা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেটার সমালোচনা করে বাটলারের আগ্রাসী ক্রিকেটকে সাদা পোশাকে কাজে লাগানোর পরামর্শ ভনের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

দ্বিতীয় কোভিড বদলি দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে তিন শতকের রেকর্ড মিচেলের

চরম দুঃসময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন মরগান

চরম দুঃসময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন মরগান