তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
কিছুদিন আগেই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। ১০ দলের এই টুর্নামেন্টে অংশ হিসেবে নিউজিল্যান্ড সফর করবে নিগার সুলতানা বাহিনী। তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে।
উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চার দেশ সফর করবে বাংলাদেশ। এই সফরের প্রথমটিই হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা।
এর আগে বাংলাদেশের নারীরা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। দুইবারই দুই ফরম্যাটের বিশ্বকাপের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল নিগার সুলতানা বাহিনী। দুইবারই অবশ্য পেয়েছিল হারের তিক্ত স্বাদ।
চলতি বছরের ২ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর।
১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। সিরিজের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ ও ১৮ ডিসেম্বর।
সফরসূচি
টি-টোয়েন্টি
২ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৪ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, ওটাগো ওভাল, ডানেডিন
৭ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, জন ডেভিস ওভাল, কুইন্সটাউন
ওয়ানডে
১১ ডিসেম্বর: ১ম ওয়ানডে, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
১৪ ডিসেম্বর: ২য় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
১৮ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, সেডন পার্ক, হ্যামিল্টন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর