দীর্ঘ দুই যুগ পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল মধ্য প্রদেশ। দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে নামা মধ্য প্রদেশ প্রথমবারের মতো জিতে নিয়েছে রঞ্জি ট্রফি। ফাইনালে রঞ্জি ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাইকে হারিয়ে তারা শিরোপা জিতেছে।
চতুর্থ দিনের শেষ সেশনেই জয়ের সুবাতাস পাচ্ছিলো মধ্য প্রদেশ। তখন ধারণা ছিল হয়তো প্রথম সেশনে পাওয়া লিডের কল্যাণেই জয় পাবে দলটি। তবে পঞ্চম দিনের প্রথম সেশনেই বদলে যায় পরিস্থিতি। মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে মধ্য প্রদেশ।
দীর্ঘদিন ধরে শিরোপা খরায় ভোগা মুম্বাই ৪৩তম ট্রফির খোঁজে মাঠে নেমেছিল। তবে ম্যাচের শুরু থেকে সব সময়ই মধ্য প্রদেশের চেয়ে পিছিয়ে ছিল রঞ্জি ট্রফির শিরোপা সবচেয়ে সফল দল মুম্বাই।
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে সরফরাজ খানে ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭৪ রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে যশ দুবে, শুভম শর্মা ও রজত পাতিদারের সেঞ্চুরিতে ভর করে ৫৩৬ রানে অল আউট হয় মধ্য প্রদেশ।
প্রথম ইনিংসে ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা মুম্বাই ভালোই জবাব দিতে শুরু করে। চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে মুম্বাই।
তবে পঞ্চম দিনের শুরুতে ১৩৩ রান যোগ করে অলআউট হয় মুম্বাই। এতে শিরোপা জিততে ম্যাচ ড্র অথবা ১০৮ রান করতে হতো মধ্য প্রদেশকে। তবে ড্রয়ের পথে নয় বরং জয়ের জন্য খেলেছিল মধ্য প্রদেশ।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে মাত্র ৩০ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তোলে মধ্য প্রদেশ। এতেই প্রথম রঞ্জি জয়ের স্বাদ পায় মধ্য প্রদেশ। এইবার ট্রফি জিতে কোচ হিসেবে ছয়বার রঞ্জি জয়ের স্বাদ পেয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর