রাজধানী ঢাকার সাথে যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় অনেকটা অবহেলিত রয়েছে দক্ষিণাঞ্চলের ক্রিকেট। ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুদৃষ্টিও। তবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় স্থাপনা ‘পদ্মা সেতু’ উদ্বোধনের পর নতুন বার্তা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির দৃষ্টি বাড়বে দক্ষিণাঞ্চলে, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট।
আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে শনিবার (২৫ জুন) দেশের দীর্ঘতম সেতু ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর ফলক উম্মোচন করেন প্রধানমন্ত্রী। একই সময় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, পদ্মা সেতুর মাধ্যমে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলো তা নয়, অর্থনৈতিক, খেলাধুলাসহ সমস্তা কিছুতেই পরিবর্তন আসবে।
যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পদ্মার ওপাড়ে বিসিবির কর্মকাণ্ড তেমনটা ছিল না। তবে এখন বিসিবি সেদিকে নজর দেবে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তা তো হবেই (জেলা ক্রিকেটের উন্নয়ন)। আমি বলতে চাচ্ছি, এটা (পদ্মা সেতু) যোগাযোগ বলেন, অর্থনৈতিক বলেন, খেলাধুলা বলেন- সমস্তা কিছুতেই...। এটা কী হতে পারে -অনেকে আসলে আন্দাজই করতে পারছি না। পুরো গেম চেঞ্জার যেটা বলা হয়, একেবারে গেম চেঞ্জার।”
নাজমুল হাসান বলেন, “আমি মনে করি এটা একটা অসাধারণ কাজ হয়েছে এবং আমরা অত্যন্ত খুশি। কারণ, আপনি যেটা বললেন (জেলা ক্রিকেটের উন্নয়ন) সেটা তো অবশ্যই অবশ্যই; দক্ষিণ পূর্বাঞ্চলে আসলে আমরা আসলে ওত মনোযোগ দেইনি।”
বিসিবি সভাপতি বলেন, “কিন্তু এখন আমাদের একটা বিরাট সুযোগ হয়েছে। সে দিকে মনোযোগ দিলে ডেফিনিটলি আমাদের ক্রিকেটেরও অনেক উন্নয়ন হবে। নতুন নতুন খেলোয়াড়ও পাবো।”
স্পোর্টসমেইল২৪/আরএস