রেকর্ড গড়ে বিজয়ের প্রত্যাবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৪ জুন ২০২২
রেকর্ড গড়ে বিজয়ের প্রত্যাবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরে দ্বিতীয় ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ছন্দে না থাকা সাবেক অধিনায়ক মমিনুল হকের জায়গায় একাদশে এসেছেন এনামুল হক বিজয়। এতেই দীর্ঘ প্রায় আট বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। বাংলাদেশি কোনো ক্রিকেটারের দুই টেস্ট খেলতে এতো সময় বিরতির নেয়নি।

শুক্রবার (২৪ জুন) অধিনায়ক সাকিব আল হাসান যখন টস করতে নামেন তখনই নিশ্চিত হয়ে যায় এনামুল হক বিজয় টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন। সেন্ট লুসিয়াতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা এনামুল হক বিজয়ের প্রত্যাবর্তনটা সেই সেন্ট লুসিয়াতেই।

৭ বছর ৯ মাস ১১ দিন পর টেস্ট খেলতে নামা এনামুল হক বিজয় নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালে সেন্ট লুসিয়াতে। সেটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে তার অপেক্ষাটা প্রায় আট বছর।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দুই টেস্ট খেলতে এতো সময় নেয়নি। পেসার নাজমুল হাসানকে পিছনে ফেলে এই রেকর্ড গড়েছেন বিজয়।

২০০৪ সালে টেস্ট আঙিনায় পা রাখা নাজমুল হোসেন তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছিলেন ২০১১ সালের ১৭ ডিসেম্বর। এটাই এতো দিন ছিল সবচেয়ে বেশি সময় অপেক্ষার রেকর্ড।

প্রায় আট বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা এনামুল হক বিজয় তার প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখতে পারবেন কি-না সেটাই দেখার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সেন্ট লুসিয়া টেস্ট: প্রথম দুই ঘণ্টায় ভালো শুরু করতে চান সাকিব

সেন্ট লুসিয়া টেস্ট: প্রথম দুই ঘণ্টায় ভালো শুরু করতে চান সাকিব

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ