দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারা বাংলাদেশ সেন্ট লুসিয়াতে নেমেছে ঘুরে দাঁড়ানোর মিশনে। আগের দুই টেস্টে দলীয় রান ৩০ কোটা পেরোনোর আগেই পাঁচ উইকেট হারানো বাংলাদেশের টপ অর্ডার এবার দলকে এনে দিতে পেরেছে ভালো শুরু। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুই উইকেটে ৭৭ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে এদিন দুই ওপেনারই শুরুতে ছিলেন সাবধানী। তামিম রান পেতে কিছুটা সাবলীল হলেও আগের টেস্টের মতো এই ম্যাচেও মাহমুদুল হাসান জয়ের রান পেতে হচ্ছিলো সমস্যা। সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেননি তিনি। মাত্র ১০ রান করেই অ্যান্ডারসন ফিলিপের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর আরেক ওপেনার তামিম নিজের রানকে বড় করার চেষ্টায় ছিলেন। তিনিও খুব বেশিদূর যেতে পারেননি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা তামিম এরপর থেকেই কিছুটা ব্যাকফুটে রয়েছেন।
শুক্রবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় রানে ফেরার কিছুটা ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৪৬ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তামিমের বিদায়ের পর ৬৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি।
এই ম্যাচ দিয়েই দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সাবেক অধিনায়ক মমিনুল হকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে দুই হারিয়ে ৭৭ রান। এনামুল হক বিজয় ১৩ বলে ৫ ও নাজমুল হোসেন শান্ত ৪৫ বলে ১৬ রান করে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর