চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সরকার পতনে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর থেকে দেশটির ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রমিজ রাজার ভবিষ্যৎ নিয়ে। সবাই ধারণা করছিল ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পদ থেকে সরিয়ে দেওয়া হবে রমিজ রাজাকে।
কিন্তু এখন পর্যন্ত পিসিবির চেয়ারম্যান পদে বহাল তবিয়তেই রয়েছে রমিজ। বরং প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকে ইমরান খানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে তার।
নিজে মুখেই এ কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। বলেন, “ইমরান ভাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। অনেক দিন হয়েছে, তাঁর সঙ্গে আমার কথা হয় না।’’
শোনা যাচ্ছে পদ বাঁচাতে নতুন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ খানের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করেছে রমিজ। নিজের পদ নিয়ে চলমান গুঞ্জন তার কানও এড়াচ্ছে না, সেটাই যেন পরিষ্কার করে দিলেন তিনি।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ
পিসিবি চেয়ারম্যান বলেন, "আমরা গুঞ্জন নিয়ে বসবাস করতে পারি না। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী আমাদের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষক। আমরা তাঁর কাছে সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা হলে আমরা আমাদের কাজ নিয়ে কথা বলব"
সংবিধান অনুযায়ী সরকার বদল হলে যদি পিসিবি চেয়ারম্যানের পদেও বদল আসে তাহলে কোনো আপত্তি নেই রমিজ রাজার। তবে এক্ষেত্রে ব্যক্তি স্বার্থের মূল্য দিলে আখেরে পাকিস্তান ক্রিকেটের কোনো উন্নতি হবে না বলেও মনে করিয়ে দেন তিনি।
‘অহংয়ের কিছু আছে বলে আমি মনে করি না। আমরা সবাই ক্রিকেটের উন্নতি চাই। সংবিধানে যদি থাকে, সরকার বদল হলেই পিসিবির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে, তাহলে সেটাই হোক। আসলে ব্যক্তির ইচ্ছার মূল্য দেওয়ার কাজ করলে খেলাটির কোনো লাভ হবে না’ যোগ করেন রমিজ রাজা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি