দ্বিতীয় টেস্টেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৪ জুন ২০২২
দ্বিতীয় টেস্টেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাচানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ মে) দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মমিনুল হক। ২০১৭ সালের আগস্টে সর্বশেষ মিরপুরে অস্ট্রেলিয়া ম্যাচে একাদশে বাইরে ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই অফফর্মে থাকা মমিনুল হক বারবার চেষ্টা করেও রানে ফিরতে পারেননি। অধিনায়কের দায়িত্ব থেকে সরে গিয়ে চাপমুক্ত হওয়ার চেষ্টা করা মমিনুল রানে ফিরতে না পারায় এবার একাদশ থেকেই হারিয়েছেন নিজের জায়গা।

তার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা এনামুল হক বিজয়। সর্বশেষ ২০১৪ সালে এই সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলেছিলেন বিজয়।

দীর্ঘদিন পর টেস্টে ফেরা মোস্তাফিজকেও অবশ্য একাদশের বাইরে পাঠিয়েছে বাংলাদেশ। তার পরিবর্তে সেন্ট লুসিয়াতে খেলবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও রয়েছে একটি পরিবর্তন। গুদাকেশ মতির পরিবর্তে এই ম্যাচে খেলবেন অ্যান্ডারসন ফিলিপ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাউল মায়ার্স, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ।



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সেন্ট লুসিয়া টেস্ট: প্রথম দুই ঘণ্টায় ভালো শুরু করতে চান সাকিব

সেন্ট লুসিয়া টেস্ট: প্রথম দুই ঘণ্টায় ভালো শুরু করতে চান সাকিব

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ