মারাত্মক ভূমিকম্পে আফগানিস্তানজুড়ে তৈরি হয়েছে কান্নার রোল। এখন পর্যন্ত প্রায় এক হাজারের বেশি মারা গেছেন। দেশের এই বিপর্যয়ে বসে থাকতে পারেননি দেশটির সবচেয়ে বড় ক্রিকেট তারকা রশিদ খান। দেশের জন্য সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
আফগানিস্তানের এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির পূর্বাঞ্চলের প্রদেশ পাকতিতা। উদ্ধার সরঞ্জামের অভাব ও প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।
এই কঠিন পরিস্থিতিতে দেশটির সবচেয়ে বড় ক্রিকেট তারকা রশিদ খান সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের সাহায্যার্থের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, “ভূমিকম্পের কারণে অনেক ঘর বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। এমন অবস্থায় সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে এইসব লোকদের কিছুটা উপকার হবে।”
আফগানিস্তানের ভূমিকম্প দূর্গত লোকজনকে সাহায্য করতে গঠিত ফান্ডের ঠিকানা দিয়েছেন রশিদ খান। ওই টুইট বার্তায় পাকিস্তানি ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি, ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো ও ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়াকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
শুধু রশিদ খান নন, দেশটির আরেক ক্রিকেট তারকা মোহাম্মদ নবীও সাহায্য প্রার্থনা করেছেন তিনি। তিনি বলেন, “ভূমিকম্পে যারা পরিবার ও থাকার জায়গা হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আমাদের এখন সাহায্যের প্রয়োজন। বিত্তশালী, দাতা সংস্থা ও বিনিয়োগকারী সবার কাছেই অনুরোধ, আপনারা সবাই সাহায্য করবেন।”
দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়েছে আফগানিস্তান। এই ভূমিকম্পে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পাকতিতা প্রদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর