সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৪ জুন ২০২২
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সাদা পোশাকে বাংলাদেশ পারফর্মেন্স যাই হোক রঙ্গিন পোষাকে বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজও তার প্রমাণ। ওদের মাটিতে দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে ভরাডূবি হয়েছে বাংলাদেশ দলের

তাই লাল বলের সিরিজ যত খারাপ ফলই আসুক না কেন, সাদা বলের ক্রিকেটে স্বপ্নটা বড় হতেই পারে টাইগারদের। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেবারও সাদা পোশাকে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এবারও সেরকম কিছু হবে বলেই মনে করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার (২৪ জুন) সকালে তৃতীয় ধাপে সাদা বলের ক্রিকেটে থাকা আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ারকে নিয়ে ক্যারিবিয়ানের বিমানে উঠেছেন রিয়াদ।

যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুনিয়ে গেলেন, আগের বারের সিরিজ জয় থেকে প্রেরণা নিতে চান। বলেন, "বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আর ইনশা আল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এ মুহূর্তে আমাদের দলের ভারসাম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।"

আত্মবিশ্বাসী হয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় টাইগাররা

যদিও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিততে ভালো ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন রিয়াদ। তবে শেষবারের সিরিজ জয়ের সুখস্মৃতি কাজে লাগাতে চায় টাইগাররা।

"তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের নিশ্চয়ই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি। ইনশা আল্লাহ, এবারও চেষ্টা করব সিরিজ জেতার" যোগ করেন রিয়াদ।

সাদা বলের ক্রিকেটে আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২ ও ৩ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুলাই গায়ানাতে।

গায়ানাতেই ১০, ১৩ ও ১৬ জুলাই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

মিরাজ-খালেদকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকের সতর্কবার্তা

কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি