দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার (২৪ জুন) শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দিনই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের বাকি থাকা ক্রিকেটাররা। শুক্রবার সকাল ৮ টায় দেশ ছাড়ে তারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি বছরের ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ও ৭ জুলাই।
ওয়ানডে সিরিজের পর ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাসকিন আহমেদ ছাড়া বাকি থাকা সব ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজ রওয়ানা হয়েছেন। সকালে বহরে যারা দেশ ছেড়েছেন তারা হলেন- আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ ও মুনিম শাহরিয়া।
স্কোয়াডের শেষ সদস্য হিসেবে সন্ধ্যা ৭.৪০ মিনিটে দেশ ছাড়বেন পেসার তাসকিন আহমেদ। ফিটনেস সমস্যার কারণে এই সিরিজের স্কোয়াডে থাকার পরও যেতে পারছেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চলতি বছরের ১৬ জুলাই শেষ হবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরের প্রথম সিরিজের সাদা পোশাকে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর