চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিগব্যাশে মেলবোর্ন রেনিগেডসের হয়ে জেমস প্যাটিনসনের খেলার কথা ছিল। তবে এর আগেই দলটির সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া পেসার জেমস প্যাটিনসন।
২০২০ মৌসুমের আগে মেলবোর্নের সাথে তিন বছরের চুক্তি করেন জেমস প্যাটিনসন। তবে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই সম্পর্ক ছেদ করেছেন এই পেসার। তার সাথে চুক্তি বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মেলবোর্ন রেনিগেডস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুন) এক বিবৃতিতে তারা জানায়, “প্যাটিনসনের সাথে আরও এক বছরের চুক্তি ছিল। তবে দুই পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করা হয়েছে।”
ঠিক কি কারণে মেলবোর্ন রেনিগেডসের সাথে প্যাটিনসন চুক্তি বাতিল করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়টি চূড়ান্ত না হলেও আসন্ন মৌসুমে তাকে বিগব্যাশে দেখা যাবে না তা জানা গিয়েছে।
এই বিষয়ে প্যাটিনসন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমি শুধু রাজ্য ও জাতীয় দলে দেওয়া রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বর-জানুয়ারিতে আমার কিছুটা বিরতি দরকার। এই কারণে আমি মেলবোর্নের সাথে চুক্তি বাতিল করেছি।”
অস্ট্রেলিয়া দলে ব্রাত্য হয়ে পড়া এই পেসার টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৫৭ ম্যাচ। এই সময়ে তিনি ২৬.৬৬ গড়ে শিকার করেছেন ৬৩ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর