শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া দলে হানা দিয়েছে দুঃসংবাদ। ইনজুরির কারণে সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না ট্রাভিস হেড। শেষ ওয়ানডে থেকে ছিটকে যাওয়া হেডের প্রথম টেস্টের খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
শুক্রবার (২৪ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন এই ব্যাটার। ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
স্মিথ ও স্টার্ককে ওয়ানডে সিরিজ না পেলেও টেস্ট খেলতে প্রস্তুত হচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে তাদেরকে গল টেস্টে তাদেরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
ট্রাভিস হেড প্রথম টেস্ট থেকে ছিটকে গেলে একাদশে কাকে নেওয়া হবে সেই বিষয়টিও চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা মার্কাস হ্যারিস, ম্যাথু রেনেশ ও নিক ম্যাডিসনের মধ্যে কেউ একজন।
এখন পর্যন্ত ২৬ টেস্ট খেলেছেন ট্রাভিস হেড। এই সময়ে ৪১.৫২ গড়ে করেছেন ১৫৭৮ রান। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ানদের তিন ফরম্যাটেই নিয়মিত সদস্য মুখে পরিণত হয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর