পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় আঙ্গুলের চোটে পড়েছিলেন পাকিস্তানি বোলার ইয়াসির। সেই ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলে না থাকা ইয়াসির শাহ ফিরেছেন দলে। শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত তিনি।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় এক বছর পর ইনজুরি কাটিয়ে এই দলে ফিরেছেন ইয়াসির শাহ।
এই লেগ স্পিনার ছাড়াও ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি তিনি। এছাড়াও নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন সালমান আলি আঘা।
শ্রীলঙ্কা সফরে এই তিন স্পিনার ছাড়াও দলে জায়গা পেয়েছেন চার মিডল অর্ডার ব্যাটার, তিন অলরাউন্ডার, দুই উইকেটরক্ষ, দুই স্পিনার ও চার পেসার। শ্রীলঙ্কায় বরাবরের মতো অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাবর আজম ও তার সহকারি হিসেবে থাকবেন মোহাম্মদ রিজওয়ান।
সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কা সফর করেছিল পাকিস্তান। সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেললেও এবার শুধুমাত্র টেস্ট খেলবে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৪ জুলাই গল ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সোধ সাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর