নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে বিশ্রামে থাকবেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার বদলি হিসেবে খেলবেন পেসার জিমি ওভারটন। এই ম্যাচ দিয়েই ওভারটন টেস্ট আঙিনায় পা রাখবেন। তার দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। হেডিংলিতে তাই আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নামবে ইংলিশরা। এই ম্যাচের একাদশে ইংলিশরা এই একটিই পরিবর্তন এনেছে।
ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ইংলিশ টেস্ট কাপ্তান বেন স্টোকস। এতে তার থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে ইংলিশ অধিনায়ক সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন তিনি খেলবেন।
লর্ডস ও নটিংহ্যামে ১১ উইকেট শিকার করা অ্যান্ডারসনকে বিশ্রামে রেখেছে ইংল্যান্ড। জুলাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আবারও একাদশে ফিরবেন তিনি।
ইংলিশদের হয়ে যমজ দুই ভাই ক্রেইগ ওভারটন ও জিমি ওভারটনের খেলার সম্ভাবনা জাগলেও তা হচ্ছে না। কারণ তাকে হেডিংলি টেস্টের একাদশে রাখেনি ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
বেন স্টোকস অধিনায়ক হিসেবে আসার পরই জানিয়েছিলেন ইংলিশদের পেস একাদশে থাকবে অভিজ্ঞদের আধিপত্য। সেই কারণে হেডিংলি টেস্টের একাদশে টিকে গেছেন স্টুয়ার্ট ব্রড। তার সাথে ইংলিশ পেস আক্রমণে থাকবেন জিমি ওভারটন ও ম্যাথু পটস।
ইংল্যান্ড একাদশ
অ্যালেক্স লি, জ্যাক ক্রুলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, জিমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জ্যাক লিচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর