ইনজুরির ভয়ে দমে যেতে চান না তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২২ জুন ২০২২
ইনজুরির ভয়ে দমে যেতে চান না তাসকিন

ফর্মের তুঙ্গে থাকা তাসকিন আহমেদের ক্যারিয়ারে ইনজুরি হয়ে উঠেছে অপরিহার্য অংশ। দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া ইনজুরির কারণে খেলতে না পারা তাসকিন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুত হচ্ছেন। বারবার ইনজুরিতে পড়া এই পেসার নতুন করে ইনজুরিতে পড়ার ভয়ে দমে যেতে চান না।

গতির ঝড় তুলে নিজের আগমণী বার্তা দেওয়া তাসকিন আহমেদ মাঝে হারিয়ে ফেলেছিলেন নিজের ছন্দ। পরিশ্রম করে ছন্দ ফিরে পাওয়া তাসকিন এখন জাতীয় দলের অপরিহার্য অংশ। তবে ইনজুরির কারণে বারবারই মিস করে যাচ্ছেন বিভিন্ন সিরিজ।

তবে এই ইনজুরির কারণে দমে যাওয়ার পক্ষে নন এই ক্রিকেটার। বুধবার (২২ জুন) ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার আগে মিরপুরে দিয়েছেন ফিটনেস টেস্ট। এরপরেই সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

এদিন তাসকিন বলেন, “আসলে যে কোনো সময়েই ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন। আসলে ভয় পেয়ে লাভ নেই, ইনজুরি হতে পারে। যখন খেলতে নামবো শতভাগ চেষ্টা করবো।”

দেশের জন্য খেলতে নামলে যেকোনো সময় ইনজুরি হলে আবারও রিহ্যাব করে ফিরে আসবেন বলে জানিয়েছেন তাসকিন। বলেন, “ইনজুরি হলে আবার রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুরড হন, তাহলে তো... দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। হলে আবার চেষ্টা করব এইটাই।”

বারবার ইনজুরিতে পড়া এই পেসার জানিয়েছেন তিনি সব সংস্করণেই খেলতে আগ্রহী। যেকোনো নির্দিষ্ট কোনো ফরম্যাটে নিজেকে আটকে রাখতে আগ্রহী নন তিনি।

বলেন, “আমি সব সংস্করণ খেলতে চাই, ভাই...সব সংস্করণ। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় না ম্যানেজ করতে পারছি না তখন, কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি ১৪ ধাপ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি ১৪ ধাপ

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন শরিফুল

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন শরিফুল

মমিনুল চাইলে বিরতি নিতে পারে: সাকিব

মমিনুল চাইলে বিরতি নিতে পারে: সাকিব