ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক ব্যাটিংয়ে বিপর্যয়ের মধ্যে ব্যাট হাতে দলকে টেনে তুলেছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পাওয়া সাকিব টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪তম। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগাতে সাকিবের ৫১ রানে ভর করে তিন অঙ্কের পৌঁছেছিল বাংলাদেশের রান। সেই ব্যাটিং ব্যর্থতা ছিল দ্বিতীয় ইনিংসে। সাকিব ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভরে করে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছিল টাইগাররা। এই ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছিল ৬৩ রান।
দুই ইনিংসে অন্য ব্যাটারদের লজ্জাজনক আত্মসমার্পণের বিপরীতে দুই ইনিংসেই সাকিব করেছিলেন অর্ধশতক। ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এই রেকর্ড গড়েন সাকিব।
এতেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটারদের তালিকায় ১৪ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন সাকিব। শুধু ব্যাটিং র্যাঙ্কিং নয়, অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। ভারতের রবিচন্দন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পিছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে বল হাতে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া কেমার রোচ দুই বছর পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরেছেন। চার ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৮ নম্বরে।
বাংলাদেশের অন্য ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে পরিবর্তন না আসলেও ব্যাটারদের তালিকায় এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটার। তারা হলেন- ক্রেইগ ব্রাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, জন ক্যাম্পবেল ও কাইল মেয়ার্স। বোলিংয়ে এগিয়েছেন পেসার আলজারি জোসেফ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর