করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২২ জুন ২০২২
করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি

করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে ইংল্যান্ডে যোগ দিতে পারেননি অফ স্পিনার রবিচন্দন অশ্বিন। এরই মধ্যে খবর এসেছে ইংল্যান্ডে পৌঁছে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিরাট কোহলি। বিষয়টি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) চেপে গেলেও মুখ খুলেছেন দলের সাথে থাকা একজন। তিনিই ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শেষে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট কোহলি। ছুটি কাটিয়ে দেশে ফিরে সরাসরি ভারতীয় দলের সাথে ইংল্যান্ডের ফ্লাইট ধরেছিলেন। ইংল্যান্ড মুলুকে পৌঁছে করোনা আক্রান্ত হয়েছিলেন এই ক্রিকেটার।

বিরাটের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি কাউকে জানায়নি বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি গোপন করে গেলেও দলের সাথে থাকা এক ব্যক্তি কোহলির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে পৌঁছে করোনা আক্রান্ত হয়েছিলেন কোহলি। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন।”

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিল ভারত। সেই টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছে ভারত। এই ম্যাচের আগে কাউন্টি দল লেস্টারশায়ারের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। তবে প্রস্তুতি ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তিত নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

বরং, দলের ক্রিকেটারদের শারীরিক বিষয় নিয়ে বেশি চিন্তিত কোচ। কারণ ধারণা করা হচ্ছে, দলে করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বাড়তে পারে। এই তথ্যটিও দিয়েছেন দলের সাথে থাকা ওই ব্যক্তি।

তিনি বলেন, “লেস্টারশায়ারের সাথে প্রস্তুতি ম্যাচে দ্রাবিড় ক্রিকেটারদের যেভাবে পরখ করতে চেয়েছিলেন তা হচ্ছে না। কারণ মেডিকেল বিভাগ ক্রিকেটারদের কাজের চাপ কমানোর পরামর্শ দিয়েছে। দলে আরও কয়েকজন করোনা আক্রান্ত ক্রিকেটার থাকতে পারে।”

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পূর্ণশক্তির দল নিয়ে গিয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি দলে আছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, জাসপ্রতি বুমরাহদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারে খেলবেন ওয়াশিংটন সুন্দর

কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারে খেলবেন ওয়াশিংটন সুন্দর

মিতালির অবসরে সুবিধা দেখছেন হারমানপ্রীত

মিতালির অবসরে সুবিধা দেখছেন হারমানপ্রীত

গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

গাভাস্কারের অভিযোগ, ভুল থেকে শিখছেন না পান্থ 

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'