করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও আইসিসির সাবেক সভাপতি জহির আব্বাস। তিন দিন আগে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
দুবাই থেকে লন্ডন যাওয়ার পথে করোনায় আক্রান্ত হন আব্বাস। লন্ডনে পৌঁছানোর পর প্রথমে কিডনির ব্যাথা অনুভব করেন ও নিউমোনিয়াতে আক্রান্ত হন।
পরবর্তীতে পরীক্ষা করালে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এর পর থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। প্রথমে তাকে অক্সিজেন দেওয়া হলেও অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে ডায়ালাইসিসে আছেন এবং এই মুহূর্তে বাইরের লোকদের সঙ্গে তাকে দেখা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
নেইমারের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
৭৪ বছর বয়সী জহির আব্বাসের জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়া এই পাকিস্তানি ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে শতাধিক শতক রয়েছে।
১৯৬৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জহির আব্বাস পাকিস্তানের হয়ে ৭৮ টেস্টে ১২ সেঞ্চুরিতে ৫০৬২ রান করেছেন। ওয়ানডেতে সাত সেঞ্চুরিতে আব্বাসের সংগ্রহ ২৫৬২ রান, ম্যাচ খেলেছেন ৬২টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি