দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। এই হারের পর স্বাভাবিকভাবেই টাইগারদের নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। সেই সমালোচনা না যেন ক্রিকেটারদের স্পর্শ করতে না পারে তাই বিসিবি পরিচালক আকরাম খানের পরামর্শ মিডিয়া থেকে দূরে থাকা উচিত ক্রিকেটারদের।
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগাতে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। এই ব্যাটিং ব্যর্থতার জেরে দুই ম্যাচের কোনোটিতেই প্রতিদ্বন্দীতা গড়তে পারেনি বাংলাদেশ।
এই ব্যর্থতা থেকে বের হতে আকরাম খানের পরামর্শ ক্রিকেটাররা যেন চাপ কম নেয়। এমনকি ক্রিকেটারদের চাপমুক্ত হতে মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুন) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আকরাম খান। চাপমুক্ত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “মানসিক স্বচ্ছন্দতা বাড়াতে হবে। বেশি চাপ নিলে সম্ভব না। আমাকে রান করতেই হবে এ জিনিসটা হলে হবে না।”
ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে আকরাম বলেন, “ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়। আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন হয় তার আগে এক বছরের মতো কোন ক্রিকেটারকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে দেখিনি।”
কেন ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকতে বলেছেন সেই ব্যাখ্যাটাও দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, “মিডিয়া ভাল করলে ভাল, আর যদি খারাপ করে তাহলে মিডিয়ার নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তো ক্রিকেটারদেরকে মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর