ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২০ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন শরিফুল

প্রথম ম্যাচ হারের পর হঠাৎই টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দলে ডাক পেয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন এই পেসার। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে শরিফুল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শরিফুল আবারও চোটে পড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে। ইনজুরির কারণে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে। তবে ইনজুরি মুক্ত হতেই তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ডেকেছে টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলার সুযোগ পাওয়ায় শরিফুলের ইচ্ছা পূরণ হয়েছে। এমনকি টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুন) দেশ ছাড়ার আগে শরিফুল বলেন, “ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার খুব ইচ্ছা ছিল। ইনশাল্লাহ এখন যাচ্ছি, যাওয়ার পর দেখা যাক কি হয়। মানসিকভাবে প্রস্তত (টেস্ট খেলার জন্য) ছিলাম।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন শরিফুল ইসলাম। তবে তার আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারলেও নিজেদের বোলিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশি বোলাররা। সেই সুযোগটা কাজে লাগাতে মরিয়া শরিফুল ইসলাম।

বলেন, “অবশ্যই আমাদের পেসাররা ভালো করেছে। ওখানে নতুন বল হোক বা পুরোনো পেসারদের জন্য সবসময় সাহায্য থাকে। তো চেষ্টা করবো কাজে লাগানোর।”

এছাড়াও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী জানিয়ে শরিফুল বলেন, “আমরা সবাই খুবই আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবো।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ডিউক বলে প্রথমবারের মতো খেলার সুযোগ পাবেন শরিফুল ইসলাম। অভিজ্ঞতার ভাণ্ডারে যুক্ত হবে ডিউক বল। এছাড়াও ক্যারিবিয়ান দ্বীপে নিজের লাইন লেন্থ মেনেই বোলিং চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী এই বাঁহাতি পেসার।

বলেন, “খেলা দেখছি, মনে হয়েছে ওখানে ভালো জায়গায় বল করলেই সুবিধা পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করবো লাইন আর লেন্থ বজায় রেখে বল করার। (ডিউক বল) গল্প তো শুনেছি। এখনো ধরিনাই, ধরতে পারলে বুঝতে পারবো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে ভিডিও বার্তা দিলেন বিজয়

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটারদের উপায় খুঁজে বের করতে হবে, সহজ সমাধান: সাকিব

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো