ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দিয়েছিলেন পিটার সিলার। পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। এই ম্যাচ শেষেই জানা গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পিটার সিলার। মূলত চোটের কারণেই ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন এই ক্রিকেটার।
প্রায় বছর দুয়েক ধরে পিঠের চোটকে সঙ্গী করেই খেলছিলেন সিলার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তীব্র ব্যাথা অনুভব করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
বিদায়ী বার্তায় পিটার সিলারের কণ্ঠে ঝড়েছে আক্ষেপ। তিনি বলেন, “২০২০ সাল থেকে আমার পিঠের সমস্যা খারাপ হতে হতে এমন জায়গায় পৌঁছেছে যে, প্রচণ্ড আক্ষেপ নিয়েই বলতে হচ্ছে, নিজের সবটুকু আমি আর দিতে পারছি না।”
আন্তর্জাতিক ক্যারিয়ারে নেদারল্যান্ডসের হয়ে ৫৭ ওয়ানডে ও ৭৭ টি-টোয়েন্টি খেলেছেন সিলার। দেশটির হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড তার দখলে। এছাড়াও ওয়ানডেতে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।
বাঁহাতি এই বোলিং অলরাউন্ডার ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশটির হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী। এই দুই ফরম্যাটে শিকার করেছেন যথাক্রমে ৫৭ ও ৫৮ উইকেট।
নেদারল্যান্ডস দলে অধিনায়ক হিসেবে পিটার সিলারের স্থলাভিষিক্ত হবেন স্কট এডওয়ার্ডস। ২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক দীর্ঘদিন ধরেই নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা হয়ে আছেন।
অধিনায়ক হিসেবেও বেশ সফল ছিলেন পিটার সিলার। তার অধীনেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল ডাচরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর