বৃষ্টির কারণে শেষ রাউন্ডে মোহামেডান খেলতে পারেনি একটি বলও। খেলা না হওয়ার পরও নারী ক্রিকেট প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের লিগে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৮ জুন) প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রের মাঠে নামার কথা ছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এই ম্যাচ। একই সময়ে বিকেএসপির অন্য মাঠে রুপালি ব্যাংক ও খেলাঘর সমাজ কল্যান সমিতির ম্যাচও পরিত্যক্ত হয়।
দু’টো ম্যাচই পরিত্যক্ত হওয়ায় রূপালী ব্যাংকের সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে শিরোপা জিতেছে মোহামেডান। রূপালি ব্যাংকের সাথে মুখোমুখি লড়াইসহ মোট তিনটি করে ম্যাচ পরিত্যক্ত হয় এই দু’দলের। এতেই নেট রান রেটে এগিয়ে থেকে শিরোপা জেতে মোহামেডান।
মোহামেডানকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ব্যাটার শামীমা সুলতানা। ৮ ইনিংসে দুই অর্ধশতকে তার ব্যাট থেকে আসে ২৯৭ রান। মোহামেডানের হয়ে এটিই ছিল সর্বোচ্চ রান। শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় নেই মোহামেডানের কোনো ক্রিকেটার। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন রূপালি ব্যাংকের ফারজানা হক পিংকি। ৯ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি ও পাঁচ অর্ধশতকে ৪৯০ রান করেন তিনি।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে অবস্থান করছেন বিকেএসপির পেসার মারুফা আক্তার। ১০ ইনিংসে ৩.৩৬ ইকোনমিতে শিকার করেছেন ২২ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা রূপালি ব্যাংকের নাহিদা আক্তারের শিকার ২০ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর