পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তিবদ্ধ কোচের তালিকায় ছিল নাদিম ইকবালের নাম। শ্লীতলাহানির অভিযোগে এবার সেই তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাম্প্রতিক সময়ে মুলতানের পুলিশের কাছে নাদিম ইকবালের বিরুদ্ধে শ্লীতলাহানির অভিযোগ তোলেন এক নারী ক্রিকেটার। এই বিষয়ে তদন্ত চলাকালীন সময়েই তাকে বরখাস্ত করা হয়েছে।
নাদিম ইকবালকে বরখাস্ত করার বিষয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, “তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের তদন্ত যেন প্রভাবিত না হয় এই কারণেই তাকে আপাতত দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।”
ওই নারী ক্রিকেটার পুলিশের কাছে করা অভিযোগে বলেন, “দলে নেওয়া হবে এমন আশ্বাস দিয়েছিল। এছাড়াও পিসিবিতে চাকরির প্রলোভনও দেখিয়েছিল। এই সব বলেই সে আমার শ্লীতলাহানি করেছিল। শুধু নাদিম ইকবাল নয়, এর সাথে তার বন্ধুরাও জড়িত ছিল।”
এর আগে ২০১৪ সালে মুলতানের পাঁচ নারী ক্রিকেটার হোটেল কক্ষে যৌন হয়রানি অভিযোগ এনেছিল। সেই সময় তারা জানিয়েছিল, এর সাথে জড়িত ছিলেন বোর্ডের পরিচিত মুখ। ঘটনাটি সেই সময়ের কি-না তা এখনও জানা যায়নি।
নাদিম ইকবাল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচত মুখ ছিলেন। মুলতানে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের সাথে খেলতেন তিনি। খেলোয়াড়ি জীবনে ৮০ প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর