'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৭ জুন ২০২২
'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

২০২১ সালের অস্ট্রেলিয়া সফর ছিল ভারতীয় দলের জন্য স্মরণীয় একটি সিরিজ। প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হলেও দ্বিতীয় টেস্টে মেলবোর্নে দারুণ এক জয়ে সিরিজে সমতা এনেছিল ভারতীয় দল। তবে জয় উদযাপণে বায়ো-বাবল ভাঙেছিলেন ভারতের পাঁচ ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন, সেই সময়ের অস্ট্রেলিয় অধিনায়ক টিম পেইন। এর জন্য পুরো সিরিজটাই ভেস্তে যেতে বসেছিল বলে অভিযোগ তার।

২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছিল তারা। প্রথম টেস্টে অজিদের কাছে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে মেলবোর্নে রেকর্ড গড়ে জয় পেয়েছিল ভারত।

মেলবোর্নের রেকর্ড গড়া এই জয়ের পরই বায়ো-বাবল ভেঙে দলের বাইরে গিয়ে জয়োল্লাস করেছিল ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার। কে কে এই নিয়ম ভেঙেছিলেন, তাদের নামও জানিয়েছেন পেইন। জানান, রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্থ, পৃথ্বী শ ও নবদ্বীপ সাইনিরা বায়ো-বাবল ভেঙে দলের বাইরে গিয়েছিল। সেই কারণে ভেস্তে যেতে পারতো পুরো সিরিজ।

তিনি বলেন, “এই ৪-৫জন ক্রিকেটার পুরো সিরিজ ভেস্তে দিতে বসেছিল। তারা দলের বাইরে গিয়ে উদযাপণ করেছিল। তারা শুধুমাত্র চিপস, নাচোসের মতো খাবার খেয়ে উদযাপণের জন্য এই কাজ করেছিল। সত্যি কথা বলতে তারা খুবই স্বার্থপরের মতো কাজ করেছিল।”

এই ঘটনার পর ক্রিকেটারদেরকে আইসোলেশনে রাখা হয়। আইসোলেশনে করোনা নেগেটিভ হওয়ার পরই তাদেরকে দলের সাথে যোগ দেওয়ার অনুমতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঘটনাটি অস্ট্রেলিয়া দলেও বেশ বিরুপ প্রভাব ফেলেছিল বলে জানান বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, ছেলেরা পরিবারের সাথে ক্রিস্টমাস পালন না করে খেলেছিল। সেই অবস্থাতেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের আচরণ শুনে অনেকেই ক্ষুব্ধ হয়েছিল।

বলেন, “এই ঘটনায় আমাদের অনেকেই খুবই রাগান্বিত হয়েছিল। বিশেষ করে সবাই নিজেদের পরিবার ছেড়ে বড়দিন ও নতুন বছর পালন করেছিল। এখানে ক্রিকেটাররা নিজেদের আত্মত্যাগ দেখিয়েছিল, সেখানেই ভারতীয় ক্রিকেটাররা বায়ো-বাবল ভাঙার মতো কাজ করেছি।”

অজি ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটারদের বিপক্ষে কথা বললেও নিজ দেশের ক্রিকেটারদের পক্ষেই সাফাই গেয়েছেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে অধিনায়কত্ব করা অজিঙ্কা রাহানে।

বলেন, “তারা রেস্টুরেন্টের ভিতরে খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছিল। আবহাওয়া খারাপ থাকায় তারা রেস্টুরেন্টের ভিতরে অপেক্ষা করছিল। ওদের অভিযোগ পুরোপুরি সত্য নয়।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের সাথে যুক্ত হলেন পন্টিং

বিগব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের সাথে যুক্ত হলেন পন্টিং

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ