ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনে পাকিস্তান, অস্ট্রেলিয়ার অবনমন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৭ জুন ২০২২
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনে পাকিস্তান, অস্ট্রেলিয়ার অবনমন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ভারতকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে উঠেছিল পাকিস্তান। এবার আরও এক ধাপ এগিয়ে গেলো তারা। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার হারে তিনে উঠে এসেছে বাবর আজম বাহিনী।

বৃহস্পতিবার (১৬ জুন) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ২৬ রানে হারে অস্ট্রেলিয়া। এই ম্যাচে হারের পর দুই রেটিং পয়েন্ট হারায় অজিরা। আর এতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে তারা।

অস্ট্রেলিয়া তিন নম্বরে নেমে যাওয়ায় রেটিং পয়েন্টে এগিয়ে থাকা পাকিস্তান উঠে আসে তিন নম্বরে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০৬। চারে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং ১০৫। সমান রেটিং নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ভারত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১২৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১ রেটিং কম নিয়ে অবস্থান করছে দুই নম্বরে।

৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ছয় নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ৯৯।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পরের তিন অবস্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শীর্ষ ১০-এর বাইরে আছে জিম্বাবুয়ে (১৫) ও আয়ারল্যান্ড (১১)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি কি ভেবে নিয়েছে সব অর্জন শেষ: আফ্রিদি

কোহলি কি ভেবে নিয়েছে সব অর্জন শেষ: আফ্রিদি

যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

ছোটবেলার স্বপ্ন পূরণে বিশ্বকাপ জয়ে মরিয়া বাবর আজম

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন

পাকিস্তান সফরে টেস্ট প্রত্যাবর্তনে আগ্রহী মঈন